বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২১ সালের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। আজ ২৬ অক্টোবর ২০২২ তারিখ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের এক অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী এবং সভাপতি, কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এর হাত থেকে শ্রেষ্ঠ কলেজের সম্মাননা স্মারক “সেনাবাহিনী প্রধান ট্রফি”গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল জিএম আসাদুজ্জামান, পিএসসি।
’সেনাবাহিনী প্রধান ট্রফি’ অর্জন করায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক, সভাপতি, অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীকে প্রাণঢালা অভিনন্দন।