মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রয়েছে ০১টি আন্তর্জাতিক মানের সু-সজ্জিত কম্পিউটার ল্যাব। যেখানে রয়েছে ৬০টি কম্পিউটার, Multimedia Projector, Interactive White Board, Central Sound System. যার মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ারকিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করে থাকেন।