প্রতিষ্ঠান পরিচিতিঃ
প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১০ সালে। মিরপুর ক্যান্টনমেন্টে ৩.৮৩ একর জমির উপর গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। ২০১৪ সালের ০২ জানুয়ারি নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত এই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালের জুলাই মাসে কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৯ সাল থেকে কলেজ শাখায় ইংরেজি ভার্সন ও মানবিক বিভাগ চালুকরণ। শিক্ষার্থীদের ৪টি হাউসে (বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বংশী) বিভক্তিকরণ। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বাংলা এবং ইংরেজি ভার্সনে নার্সারি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সর্বমোট ৭৫০০ জন এর অধিক শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করছে।